মৃত্যুর আগে ছেলেবন্ধুকে বিয়ে করল ১০ বছরের বালিকা

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

বিবাহিত হওয়ার বাসনা পোষণ করা লিউকেমিয়ায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ১০ বছর বয়সী এক বালিকা তার শৈশবের প্রিয় বন্ধুকে বিয়ে করার কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করেছে। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, এমা এডওয়ার্ড ও ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার ‘ডিজে’ উইলিয়ামস ২৯ জুন জাঁকালো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করে। এর মাত্র ১২ দিন পর ১০ বছর বয়সী এমার মৃত্যু হয়। খবর বিডিনিউজের।

গত বছরের এপ্রিলে এমার তীব্র লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (এএলএল) ধরা পড়ে। কিন্তু সে তার অসুস্থতাকে পরাজিত করতে পারবে বলে তার মা আলিনা ও বাবা অ্যারন এডওয়ার্ডস আশাবাদী ছিলেন। কিন্তু চলতি বছরের জুনে তাদের জানানো হয়, এমার ক্যান্সার নিরাময়যোগ্য নয় এবং সে আর কয়েকদিন মাত্র বাঁচবে।

এমার মা আলিনা বলেন, আমরা অন্য ধরনের চিকিৎসা নিতে গেলাম আর তারা জানাল, সে কয়েক সপ্তাহ নয়, সে সম্ভবত কয়েকদিন বা বড়জোর এক সপ্তাহ বাঁচবে। আমরা কোনোভাবেই এটা শোনার আশা করিনি। আমরা ভাবলাম, অন্য ধরনের চিকিৎসা নেব ও সেটি কাজ করবে। এটা পেটে সজোরে ঘুষি মারার মতো। আমরা কল্পনাও করতে পারিনি তারা বলবে, তারা ওর জন্য আর কিছু করতে পারবে না।

এই দুঃখজনক খবর জানার পর আলিনা ও ডেজের মা কাজে নেমে পড়েন, তারা একটি নকল ‘বিয়ের’ পরিকল্পনা করেন। এটা অতি দ্রুত করা দরকার ছিল। দুদিনেরও কম সময়ের মধ্যে আমরা সবকিছুর আয়োজন করে ফেলি। সবকিছু দানের মধ্যে দিয়ে শেষ হয়, বিয়ের অনুষ্ঠানের বিষয়ে বলে আলিনা।

একটি বাগানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। প্রায় ১০০ জন অতিথি এতে উপস্থিত ছিলেন।

আলিনা বলেন, এটি মহামূল্যবান অনুষ্ঠান ছিল। আলিনা তার নতুন জামাইয়েরও প্রশংসা করেছেন। বলেছেন, ডিজে সবচেয়ে মিষ্টি মনের ছেলে। সোনার তৈরি একটি হৃদয় আছে ওর আর ও সত্যিই এমাকে ভালোবাসত।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের সক্ষমতার জানান দিতে টুর্নামেন্ট আয়োজন করতে চায়
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলাকে ‘সন্ত্রাস’ আখ্যা যুক্তরাষ্ট্রের