হাটহাজারী ও আনোয়ারাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল হাটহাজারী ও আনোয়ারা উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। এ সময় তিনি আরও ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে গৃহভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। গতকাল আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমিসহ আরও ২২ হাজার ১০১টি বাড়ি বিতরণ করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হাটহাজারী প্রতিনিধি জানান, গতকাল বুধবার হাটহাজারীর ১৯ জন ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মো. শাহিদুল আলম।

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মুজিব বর্ষে কোনো মানুষ ভূমি ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা আজ বাস্তবায়িত হতে চলেছে। হাটহাজারী ও আনোয়ারা উপজেলাকে আজ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হল। চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে মোট ৮টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ করতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আশ্রয়হীনদের মাথা গুজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আপনাদেরও উচিত প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া। যারা ঘর পেয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রশিক্ষণ গ্রহণ করলে তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য দেশের অন্যান্য মানুষের সাথে আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীদেরও সহযোগী ভূমিকা পালন করেতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলায় আবারো নতুন করে জমিসহ নতুন ঘর পেল ৪০ পরিবার। গতকাল বুধবার পুনর্বাসনের জন্য নির্মিত এসব ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে বাঁশখালীতে জমিসহ নতুন ঘর পেল ৩১৬টি পরিবার। গতকাল ঘর হস্তান্তর অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, প্রাণিসম্পদ কর্তকর্তা ডা. সুপন নন্দী, কৃষি কর্মকর্তা মো. আবু সালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার আরও ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলার সরফভাটা সিঙাপুর ও চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় নির্মিত এই ঘরগুলো গতকাল বুধবার সকালে হস্তান্তর করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, ওসি চন্দন কুমার চক্রবর্তী, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, প্রকৌশলী মো. দিদারুল আলম প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম জানান, রাঙ্গুনিয়ায় ৩৮২ জনের একটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত জমিসহ ঘর পেয়েছেন ২৯৬টি পরিবার। উপজেলার পদুয়া ইউনিয়নে বাকী ৮৬টি ঘর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে এগুলোও হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে