বিসিবির সভায় সভাপতিকেই দেওয়া হলো অধিনায়ক নির্বাচনের দায়িত্ব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১১:০৯ পূর্বাহ্ণ

তামিম ইকবালের জায়গায় বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। যদিও বিসিবি সভাপতি সহ অনেকেই এই পদের জন্য এগিয়ে রাখছেন সাকিব আল হাসানকে। এছাড়াও আলোচনায় আসছে লিটন দাশ এবং মেহেদী হাসান মিরাজের নামও। তাই অধিনায়ক নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বসেছিল বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা। কিন্তু সে সভাতেও ঠিক করা যায়নি বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম। অধিনায়ক ঠিক করার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সভা থেকে। সম্ভাব্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আগামী কয়েকদিনের মধ্যে সভাপতি নিজেই চূড়ান্ত করবেন নতুন অধিনায়ক। বিসিবির সে সভায় নিশ্চিত হয়নি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডও। যদিও আগামী শনিবার এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময়। এর মধ্যেই নতুন অধিনায়কসহ দল চূড়ান্ত করে ফেলা হবে বলে জানিয়েছেন বিসিবির একাধিক পরিচালক। তারা জানিয়েছেন গতকালের বিসিবির জরুরি সভার একটিই এজেন্ডা ছিল। আর তা ছিল অধিনায়ক নির্বাচন। মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচন করার কথা ছিল সে সভায়। তবে সভায় কোন সিদ্ধান্ত হয়নি। একটিই সিদ্ধান্ত হয়েছে তা হচ্ছে সভাপতিই এখন অধিনায়ক নির্বাচন করবেন। সভা শেষে বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন নতুন অধিনায়কের আলোচনায় সাকিব আছে। লিটন আছে। মিরাজ আছে। এদের সঙ্গে মূলত আলাপ আলোচনা করা হবে। তামিম নেতৃত্ব ছাড়ার পর এই ৫ দিনেও কেন সাকিবলিটনদের সঙ্গে আলোচনা করা গেল না, সে প্রশ্নের কোন সদুত্তর নেই বিসিবির এই পরিচালকের। যদিও বিসিবির এই পরিচালক জানিয়েছেন আপাতত তাদের ভাবনায় আছে মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচন করা। যেহেতু আমাদের সামনে এশিয়া কাপটা আছে, আমরা চাচ্ছি আগে এশিয়া কাপের অধিনায়ক ঘোষণা করতে। এদিকে আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণা করতে হবে। সেটাই ডেটলাইন। আর সে ডেটলাইনের মধ্যেই এশিয়া কাপের দল এবং অধিনায়ক দুটোই ঘোষণা করা হবে। অপরদিকে বিশ্বকাপের জন্য দল ঘোষণার ডেটলাইন আগামী ৫ সেপ্টেম্বর। তাই আপাতত বিশ্বকাপ নিয়ে ভাবতে চায়না বিসিবি। তাদের ভাবনায় আপাতত এশিয়া কাপ। জালাল ইউনুস বলেন আমরা চাচ্ছি যে ভেবেচিন্তে পরবর্তীতে বিশ্বকাপের অধিনায়কত্ব ঘোষণা করার।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সিটি কলেজ বিভাগীয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধএখনো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখেন আকরাম খান