বঙ্গমাতা বাঙালি নারীর জন্য অনুপ্রেরণা

জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আলোচনা সভা, দোয়াসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালনোপলক্ষে গতকাল আসরের নামাজের পর মুসাফিরখানা জামে মসজিদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব আমৃত্যু বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন। বঙ্গবন্ধু কারাগার থেকেই বেগম মুজিবের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেন। দলের সকল সংকটকালে তিনি ছিলেন পরিত্রাণকর্ত্রী। সর্বোপরী তিনি বঙ্গবন্ধুর সাহসী প্রেরণাদায়ী ছিলেন। দলীয় কোনো পদ পদবীতে না থাকলেও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। তার জীবন দর্শন মাটি ও মানুষের জন্য নিবেদিত ছিল।

সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব আমৃত্যু বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন। বঙ্গমাতা বেগম মুজিব নারী সমাজের অহংকার। বঙ্গমাতা একজন গৃহিনী হয়েও আমৃত্যু বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের সহযোদ্ধা ছিলেন। ঘাতকরা জানতো বেগম মুজিব কত শক্তিশালী। তাই বঙ্গবন্ধুর পুরো পরিবারের সাথে তাঁকেও নিসংশভাবে হত্যা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো. হোসেন, জহুর আহমদ, আবু তাহের, শহীদুল আলম, বখতেয়ার উদ্দীন খান প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচকের বক্তব্যে সাধারণ সম্পাদক মো. আতাউর বলেছেন, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের প্রতিটি অর্জনে শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের নেপথ্য ভূমিকা ছিলো। সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি এড ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, ফোরকান উদ্দিন আহমেদ, আখতার হোসেন খান, গোলাম রব্বানী, দিলোয়ারা ইউসুফ, এড বাসন্তী প্রভা পালিত, এরাদুল হক ভুট্টো, নাছির উদ্দিন রিয়াজ, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী নেতা এডভোকেট মুজিবুল হক, প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, বোরহান মুহাম্মদ ইমরান, ছিদ্দিক আহমদ, এডভোকেট কামরুন নাহার, আবুল কালাম, আবু আহমদ জুনু, আজাদ, নঈমুল হক পারভেজ, ইঞ্জিনিয়ার মনির উদ্দীন, শামীমা হারুন লুবনা, যুবনেতা দিদারুল ইসলাম, মেয়র জহুরুল ইসলাম, এডভোকেট কামেলা খানম রুপা প্রমুখ।

চসিক : বঙ্গমাতার আত্মত্যাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশ গড়ার সাফল্যে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কনফারেন্স রুমে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন মেয়র। এসময় মেয়র বলেন, জেলজুলুমে বিপর্যস্ত জাতির পিতাকে তিনি উৎসাহ দিয়ে গেছেন আইয়ুব খানের মতো স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য লড়তে। বঙ্গমাতার জীবন নিয়ে গবেষণা আর প্রচারের অভাবে মহীয়সী এ নারীর ভূমিকা মানুষের কাছে সেভাবে পৌঁছেনি। এজন্য বঙ্গমাতার অবদানকে জাতির কাছে তুলে ধরতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্ল্যাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, এম আশরাফুল আলম, আবদুস সালাম মাসুম, আবদুল মান্নান, রুমকি সেনগুপ্ত, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, শাহীন উল আলম, মো. ইমাম হোসেন রানা, আশেক রাসুল টিপু, ফরিদ আহমদ, মুজিবুর রহমান প্রমুখ।

চট্টগ্রাম জেলা প্রশাসন : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সামনে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্র্ণ করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ফয়সাল মাহমুদ, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল কালাম, জেলা শিশু একাডেমি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ, আনসারভিডিপি, এলজিইডি, বিআরটিএ ও খাদ্য বিভাগসহ বিভিন্ন সরকারিবেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সাড়ে ১০টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কেক কেটে জন্মবার্ষিকীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। সকাল সোয়া ১১টা থেকে আলোচনা সভা, ডকুমেন্টারী প্রদর্শন ও শেষে ৫০ জন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আলমামুন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশন : বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশন গতকাল আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা ছিলেন স্নেহময়ী মা, অন্যদিকে ছিলেন স্বামীর রাজনীতির প্রেরণাদাত্রী ও পরামর্শক। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ও জাতীর পিতা হয়ে ওঠার পেছনে তার অবদান অবিস্মরণীয়। গতকাল সকালে দেশরত্ন শেখ হাসিনা অডিটরিয়ামে অনুষ্ঠিত খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এতে আলোচনা করেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ মো. বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, হানিফ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে এক হাজার প্রান্তিক নারী ও পুরুষকে খাদ্য সামগ্রী, মিষ্টি ও তবারক দেন সাবেক মেয়র এম. মনজুর আলম।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার ৭ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আয়বর্ধক কর্মসূচির আওতায় ৫০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন ও চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, সরকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, পটিয়া থানার ওসি প্রিটন সরকার, চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু প্রমুখ।

চট্টগ্রাম১১ : চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম. . লতিফের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর ইস্ট কলোনি জামে মসজিদে গতকাল বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতবৃন্দের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, চিটাগাং চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, লবণ শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, এজহার মিয়া, আফসার উদ্দিন, রাশেদ জোবেয়েরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় দুইদিন ধরে বন্ধ ফেরি চলাচল
পরবর্তী নিবন্ধইমাম হোসাইন (রা.) এর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে