রোটারী ক্লাব চিটাগাং সেন্ট্রালের বৃক্ষরোপণ

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পরিবেশবান্ধব দেশ গড়ার লক্ষ্যে রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের উদ্যোগে সম্প্রতি মেমন গ্রামার স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। রোটারী ক্লাব চিটাগাং সেন্ট্রালের সভাপতি মো. জামিল হানিফের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব চিটাগাং সেন্ট্রালের চার্টার্ড প্রেসিডেন্ট মীর নাজমুল আহসান রবিন। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. আব্দুর রাজ্জাক, ক্লাব সেক্রেটারি মোহসেনা মুন্নী, মোস্তফা আহমেদ রানা, স্কুল কমিটির সদস্য মো. আবিদ ও ফয়সাল মুন, স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা সেলিমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসদ চট্টগ্রাম জেলার সমাবেশ
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় দুইদিন ধরে বন্ধ ফেরি চলাচল