প্রায় ১০ বছর আগে সংঘটিত কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলের কৃষক মোহাম্মদ হোছন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। কঙবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গতকাল সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রায়ে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর ২ আসামিকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আসামি আনোয়ার হোসেন চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের মোজাহের আহমদের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ২ আসামি জমির উদ্দিন ও আলী আকবর একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পিপি ফরিদুল আলম জানান, ২০১৩ সালের ৪ ডিসেম্বর চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের কৃষক মোহাম্মদ হোছন নিজের জমিতে রবিশস্যের কাজ করার সময় জমি–জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আসামি আনোয়ার হোসেন, জমির উদ্দিন ও আলী আকবর তার উপর হামলা চালায়। হামলায় মোহাম্মদ হোছন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নিহত মোহাম্মদ হোছনের ভাই ছিদ্দিক আহমদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৫ সালের ১৪ মার্চ তদন্ত কর্মকর্তা ৩ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ এনে আদালতে চার্জশিট প্রদান করেন। ২০১৬ সালের ৩ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ মামলার সকল কার্যক্রম সম্পন্ন করে গতকাল সোমবার রায় ঘোষণা করেন আদালত।












