কারাগারে থাকা ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ কী?

ছোট্ট, নোংরা কারাকক্ষে রাখা হয়েছে

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছেন, কিন্তু প্রথমবার এতে যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল এবার তা দেখা যায়নি।

ইমরান এখন কারাগারে আছেন। প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার মাধ্যমে অর্থ লাভের কথা ঘোষণা না করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে তিনি। তিন বছরের কারাদণ্ড হয়েছে তার। আসছে নভেম্বরে পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই শাস্তির কারণে নির্বাচনে ইমরান অযোগ্যও ঘোষিত হতে পারেন। খবর বিডিনিউজের। পাকিস্তান তেহরিকইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান তার তিন বছরের জেলের সাজা এবং গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। লোকজনকে চুপচাপ ঘরে বসে না থেকে রাস্তায় নেমে শান্তির্পূণভাবে প্রতিবাদ করতে বলেছেন তিনি। কিন্তু তার ডাকে সাড়া মেলেনি, কিন্তু কেন মেলেনি তার বিস্তারিত বিশ্লেষণ হাজির করেছে বিবিসি।

এক বছরেও বেশি সময় আগে ইমরান খানের সঙ্গে রাজনৈতিকভবে প্রভাবশালী পাকিস্তান সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সম্পর্ক তিক্ত হতে শুরু করে। এই বাহিনীর সহায়তাই ইমরান ক্ষমতায় এসেছিলেন বলে বিশ্লেষকরা ব্যাপকভাবে মনে করেন। তাদের সম্পর্কের অবনতি হওয়ার কিছুদিনের মধ্যেই ইমরান ক্ষমতা হারান।

তারপর থেকে চুপচাপ পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা না করে ইমরান সেনাবাহিনীর নেতৃবৃন্দের সমালোচনা করতে শুরু করেন। তারপর মে মাসে তিনি গ্রেপ্তার হলে পাকিস্তানজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ভবন ও স্থাপনায় হামলা হয়। সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দেয়, যাদের তারা দায়ী বলে বিবেচনা করবে তাদের কোনো অনুকম্পা দেখানো হবে না। এরপর যে ধরপাকড় ও দমনপীড়ন চালানো হয় তাতে ইমরানের দল পিটিআই অনেকটা হীনবল হয়ে পড়ে। তার হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয়। তাদের সামরিক আদালতে সামরিক আইনের অধীনে বিচার করা হবে বলে সামরিক বাহিনী ঘোষণা করে। সামরিক আইন বেসমরিকদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়মানবাধিকার গোষ্ঠীগুলোর এমন হৈচৈ সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকে তারা।

পাকিস্তানের কিছু গণমাধ্যম বিবিসিকে বলেছে, মে মাসের শেষ দিক থেকে সাংবাদিকদের আর ইমরান খানে নাম উচ্চারণ করার বা তার ছবি প্রদর্শন করার অনুমতি দেওয়া হয়নি। সামরিক বাহিনীর সঙ্গে টেলিভিশন স্টেশনের মালিকদের বৈঠকের পর এ বিষয়টি ঘটে। এমনকী টিকারটেইপেও তার নাম লেখা একরকম নিষিদ্ধ হয়ে যায়। ব্যক্তিগতভাবে ইমরানের পূর্ববর্তী অনেক সরব সমর্থক বিবিসিকে জানান, তারা পিটিআই ও এর নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন এবং গণমাধ্যমে তার খবরও দেখেন না, কারণ কেউ তাদের ওপর নজর রাখছে কিনা তা নিয়ে ভীত তারা।

পরিচয় গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তারা প্রায় ১০০ জন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করেছে। তিনি জানান, পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে এবং ইমরানের সমর্থকরা যেন জড়ো হওয়া শুরু করতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, একভাবে দেখলে সামরিক বাহিনী খেলাটা ঠিকভাবেই খেলেছে। তারা ওই বর্বর কৌশলগুলো ব্যবহার করে আগেই ইমরানের সমর্থক গোষ্ঠীর আরও বৃহত্তর ও শক্তিশালী প্রতিক্রিয়াকে স্তব্ধ করে দিতে সক্ষম হয়েছে।

ইমরান খানের আইনজীবী দল পরিষ্কারভাবে জানিয়েছে, তারা তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে। ইমরানের আগে পাকিস্তানের বেশ কয়েকজন নেতার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে আদালতে মাধ্যমে। গত কয়েক দশকের মধ্যে নওয়াজ শরিফ, বেনজির ভুট্টো ও সামরিক একনায়ক পারভেজ মুশাররফ এর উদাহরণ। ইমরান নিজে যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনিও তার বেশ কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষকে কারারুদ্ধ করেছিলেন।

ইমরান যদি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হন, তাহলে তার দলের কী হবে তা একটি বড় প্রশ্ন হয়ে দেখা দেবে। এর আগে ইমরান খান বিবিসিকে বলেছিলেন, তিনি নির্বাচিত হতে পারেন বা না পারেন পিটিআই টিকে থাকবে আর এগিয়ে যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনাকে অনেক দূরের বলে মনে হচ্ছে।

ইমরানকে ছোট্ট, নোংরা কারাকক্ষে রাখা হয়েছে : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি ছোট্ট, নোংরা কারাকক্ষে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার এক আইনজীবী। তোষাখানা দুর্নীতির মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার আগে গতকাল তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় আইনজীবীকে। ইমরানের সঙ্গে সাক্ষাতের পরই তাকে কী অবস্থায় রাখা হয়েছে তা জাানিয়ে ওই কথা বলেন আইনজীবী নাঈম পানঝুতা।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল আন্দোলনে ড. গাজী সালেহ উদ্দিন ছিলেন সম্মুখ সারিতে
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণে চসিকের প্রতিনিধিদল