চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদ গেটের সামনে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে সড়কের পাশের একটি বড় রেইনট্রি (শিশু গাছ) হেলে কাভার্ডভ্যানের উপর পড়ে। এতে সড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। কাভার্ডভ্যানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে গাছটি হেলে পড়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর মহাসড়কের উপর হেলে পড়া গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, মহাসড়কের উপর গাছ হেলে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।