ভূজপুরে অপহৃত কিশোরী উদ্ধার

দুই সহযোগীসহ অপহরণকারী আটক

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি থানার পাইন্দং থেকে অপহৃত এক কিশোরীকে ভূজপুর থানার দাঁতমারা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী মোহাম্মদ টিটুসহ তার দুই সহযোগী আমজাদ হোসেন রুমেন (২৩) ও রুবি বেগমকে আটক করা হয়। গত রোববার ভোরে ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বারমাসিয়া খোন্দকার পাড়া থেকে ভিকটিমসহ তাদেরকে আটক করা হয়। র‌্যাব, চট্টগ্রাম এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, অপহৃত ভিকটিম ১৬ বছরের সনাতন ধর্মাবলম্বী কিশোরী স্থানীয় একটি স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভিকটিমের সাথে আটক অপহরণকারী মোহাম্মদ টিটুর (৩০) মোবাইলে পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে ভিকটিমের পরিবার টিটুর পরিবারকে অবহিত করেন। এতে টিটু ক্ষিপ্ত হয়ে যে কোনো সময় ভিকটিমকে অপহরণ করার হুমকি দেয়। এ ঘটনার জের ধরে গত ৩১ জুলাই দুপুরে ভিকটিম বাড়ি থেকে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে টিটু এবং তার এক সহযোগী ভিকটিমকে অপহরণ করে একটি মাইক্রোবাসযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম সময়মত বাসায় না ফেরায় ভিকটিমের বাবামা তার হদিস না পেয়ে ৩ আগস্ট ভূজপুর থানায় মোহাম্মদ টিটুসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে অপরহণ মামলা দায়ের করেন। পাশাপাশি ভিকটিমের মা চন্দনা রানী দে র‌্যাব, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ভিকটিমকে উদ্ধারে তাদের অভিযান শুরু করে। এক পর্যায়ে দাঁতমারা ইউনিয়নের খোন্দকার পাড়ার মাহবুবুল আলমের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় টিটুসহ তাঁর দুই সহযোগীকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটানা চারদিন পানিবন্দি মানুষের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি