চকরিয়া ও উখিয়ায় পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

আলীকদমে মারা গেছে দুই শ্রমিক

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া ও উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে বান্দরবানের আলীকদম উপজেলায় গতকাল দুপুরে পাহাড় থেকে মাটি কাটার সময় ভূমিধসে দুই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে বাংলা নিউজ জানিয়েছে।

আমাদের চকরিয়া প্রতিনিধি জানান, গতকাল সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত বনাঞ্চলের পূর্ব ভিলেজার পাড়ায় পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে। নিহত দুই শিশু ওই এলাকার নাজেম উদ্দিনের দুই বছর বয়সী মেয়ে তাবাসসুম ও পাঁচ বছর বয়সী ছেলে মো. সাবিদ। বরইতলী ইউপি চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি মেম্বার মো. শহীদ উদ্দিন জানান, পাহাড় কেটে সমান্তরাল করে মাটি দিয়ে তৈরি বসতবাড়ির ওপর ধসে পড়ে পাশের পাহাড়ের একটি বিশাল অংশ। এ সময় ঘরের ভেতর থাকা দুই শিশু দেয়াল চাপা পড়ে। স্থানীয় লোকজন দ্রুত মাটি অপসারণ করে শিশু দুটিকে উদ্ধারের পর স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। এদিকে উখিয়া প্রতিনিধি জানান, গতকাল সোমবার বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে পাহাড় ধসে কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় মাটি চাপায় মামেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বালুখালী৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকের রোহিঙ্গা আনোয়ারুল ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিম আক্তার ()

৮ এপিবিএন পুলিশের অধিনায়ক মো. আমির জাফর পাহাড় ধসের ঘটনায় দুই রোহিঙ্গা নিহতের কথা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের এপিবিএন সদস্যরা স্থানীয় রোহিঙ্গাদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় মাটির নিচে চাপা পড়া অবস্থায় নিহতদেরকে উদ্ধার করে।

এছাড়া উখিয়া উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদগুলোর পক্ষ থেকে সর্বত্র মাইকিং করে পাহাড়ের ওপর ও সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকা হতে লোকজনদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপানিতেই ভেসে গেল স্বপ্ন
পরবর্তী নিবন্ধদুর্ভোগ গ্রামেও, বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা