হালদায় নৌকা ডুবে প্রবাসী যুবক নিখোঁজ

আনোয়ারায় শিশুর মৃত্যু, বরকল ও লোহাগাড়ায় নিখোঁজ ২

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

হালদা (পুরানো হালদা) নদীতে নৌকা উল্টে রাউজান উপজেলার উরকিরচর গ্রামের মোহাম্মদ শাহেদ প্রকাশ বাবু (৩৮) নামে এক প্রবাসী নিখোঁজ হয়েছেন। তিনি ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত এসএম ইউছুপের বড় ছেলে।

এছাড়া, আনোয়ারা উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এবং কাপ্তাই হ্রদে নৌকা ডুবে নিখোঁজ রয়েছে এক কিশোর।

রাউজান প্রতিনিধি জানান, গতকাল তিন বন্ধুকে সাথে নিয়ে গ্রামের পাশের হালদা নদীর অপর পাড়ে নৌকাযোগে হাটহাজারী উপজেলার বাড়িঘোনা এলাকায় গিয়েছিলেন প্রবাসী শাহেদ। সন্ধ্যায় একই নৌকায় ফিরে আসার সময় নদীর স্রোতের টানে একটি ব্রিজের খুঁটির সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে গেলে তিন বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাহেদ উঠতে পারেননি। ঘটনার পর স্থানীয়রা তার সন্ধ্যানে নদীতে নামে। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে নদীতে তার সন্ধানে নামে। এই রির্পোট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল সোমবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর উচ্চ বিদ্যালয়ের পাশের বিলে বন্যার পানিতে ডুবে জুবায়ের () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের স্থানীয় মো. সেলিমের পুত্র। রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ বলেন, বৃষ্টির পানি কোথাও যেতে না পারায় বিলের মধ্যে জমে রয়েছে। অসাবধানতাবশত শিশুটি বিলের জমা পানিতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি প্রতিনিধি জানান, জেলার বরকল উপজেলায় নৌকাডুবিতে শুভেন চাকমা (১৮) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি গ্রামে কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে মাইসছড়ি গ্রামের ৪ জন বাসিন্দা হ্রদ পার হওয়ার সময় নৌকা উল্টে যায়। এ সময় নৌকার ৩ জন যাত্রী সাঁতরে তীরে আসতে পারলেও সুপেন চাকমা নিখোঁজ রয়েছে।

বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ডুবুরি না থাকায় রাঙামাটিতে খবর পাঠানো হয়েছে। ডুবুরি দল এলেই উদ্ধার তৎপরতা শুরু করা হবে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. দিদারুল আলম বলেন, কাপ্তাই লেকের পানির স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলার আমিরাবাদে বন্যার পানির স্রোতে আসহাব মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চট্টলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কালু মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, তারা পিতাপুত্র পদুয়া তেওয়ারিহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পানির স্রোতে তারা তলিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে বৃদ্ধের ছেলেকে পাওয়া যায়। কিন্তু রাতে সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও বৃদ্ধকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাহাঙ্গীর আলম জানান, বন্যার পানিতে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিকে একটি নৌকার ব্যবস্থা করে দিতে বলেছেন। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। নৌকা পাওয়ার পর পরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্টসের কর্মচ্যুত ৪০ শ্রমিককে পুনর্বহালের দাবি টিইউসির
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৮৪ রোগী