বাইরে থেকে স্যালাইন কিনতে পারবে সরকারি হাসপাতাল : স্বাস্থ্যের ডিজি

| সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ডেঙ্গুর প্রকোপের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে স্যালাইন সংকট দেখা দেওয়ায় তা কিনতে অর্থ বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি বলেছেন, দেশের সরকারি হাসপাতালে স্যালাইন সরবরাহ করে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডইডিসিএল। তবে বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় ইডিসিএল পুরোপুরি সরবরাহ করতে পারছে না। ইডিসিএল এখন সবার চাহিদা মত স্যালাইন দিতে পারছে না। আবার ইডিসিএলের তালিকাভুক্ত ওষুধ যদি হাসপাতাল বাইরে থেকে কেনেতাহলে ওই হাসপাতালের বিরুদ্ধে পানিশমেন্ট হয়। যেগুলো ইডিসিএল দিতে পারবে না, সেগুলো বাইরে থেকে কিনতে হলে তাদের একটা এনওসি লাগে। আমরা সবাইকে এনওসি দেওয়ার ব্যবস্থা করছি, যাতে এখন স্যালাইন কিনে নিতে পারে। খবর বিডিনিউজের।

গতকাল রোববার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। অধ্যাপক খুরশীদ আলম বলেন, স্যালাইন কেনার জন্য হাসপাতালগুলোকে আলাদা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তারা এই টাকা খরচ করতে পারবে সেই এখতিয়ারও তাদের দেওয়া হয়েছে। ডেঙ্গু পরীক্ষার কিটের দাম বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর জন্য পর্যাপ্ত কিট আছে। এজন্য সরকারি হাসপাতালে আসতে হবে। সব জায়গায় আমাদের এই পরীক্ষার ব্যবস্থা আছে। প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় কিট দেওয়া আছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার সিংহরা দুর্গা মন্দির পরিদর্শনে ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধমাদারবাড়ী এলাকায় সুবিধাবঞ্চিত ২৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী