ভারতের ভিসা মেলেনি অনলাইনে বিয়ে করলেন পাকিস্তানি কনে

| সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

পাকিস্তানের করাচির বাসিন্দা আমিনা বিয়ের জন্য ভারতে আসতে ভিসার আবেদন করেছিলেন। কিন্তু ভিসা মেলেনি। তাই বাধ্য হয়েই অনলাইনে তিনি বিয়ে করেন ভারতের যোধপুরের বাসিন্দা আরবাজ খানকে। গত বুধবার তাদের বিয়ে হয়। ভার্চুয়ালি হলেও বিয়ের আনুষ্ঠানিকতায় কোনো কমতি ছিল না। বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে বরের বেশে যোধপুরের ওসওয়াল সমাজ ভবনে উপস্থিত হন আরবাজ। খবর বিডিনিউজের।

ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যুক্ত হন কনের সাজে থাকা আমিনা ও তার পরিবার। যোধপুরের কাজি তাদের বিয়ে পড়ান বলে জানায় এনডিটিভি। পেশায় চার্টার্ড একাউন্টেন্ট আরবাজ এনডিটিভিকে বলেন, তাদের প্রেমের বিয়ে নয়। বরং পরিবার থেকেই আমিনা ও তার বিয়ে ঠিক করা হয়েছে। আরবাজের স্বজনদের একটি অংশ পাকিস্তানে থাকেন। তারাই আমিনাকে আরবাজের জন্য পছন্দ করেছেন। বিয়ে করতে আমিনা ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছিলেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে নানা কারণে উত্তেজনা বিরাজ করায় আমিনার ভিসায় আবেদন বাতিল হয়। আরবাজ বলেন, আমিনাই আবার ভিসার জন্য আবেদন করবে। আমাদের পক্ষে পাকিস্তানে গিয়ে বিয়ে করা সম্ভব ছিল না। কারণ, সেখানে এটার স্বীকৃতি দেওয়া হত না। আমাদের ভারতে এসে পুনরায় বিয়ে করতেই হত। শীঘ্রই আমিনা ভিসা পাবেন এবং ভারতে আসতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩.৮৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধদোনেৎস্কে বিশ্ববিদ্যালয়ে ইউক্রেনের ক্লাস্টার বোমা হামলা