চট্টগ্রামের ফুটবল মৌসুম শুরু ঘন্টা বেজে গেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে চট্টগ্রামের প্রিমিয়ার ফুটবল লিগ। তার আগে একটি কিশোর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন। যে টুর্নামেন্টে খেলবে অনূর্ধ্ব–১৩ বছর বয়সের ফুটবলাররা। এরই মধ্যে এই টুর্নামেন্টের জণ্য ১৩টি ফুটবল একাডেমি চুড়ান্ত করা হয়েছে। এসব একাডেমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত। এদিকে গতকাল থেকে শুরু হয়েছে এই ১৩টি একাডেমির খেলোয়াড় বাছাই। গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে প্রায় দুই শতাধিক ক্ষুদে ফুটবলার হাজির হয়েছিল এই বাছাই কার্যক্রমে। এই বাছাই কার্যক্রম চলবে আগামীকাল ৮ আগস্ট মঙ্গলবার পর্যন্ত । গতকাল এই খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত পাবলু, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য কাজি জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর এস এ সাইফুদ্দিন চৌধুরী। আজ এবং আগামীকালও খেলোয়াড় বাছাই করা হবে। খেলোয়াড়দের বয়স নিয়ে যাতে প্রশ্ন না উঠে সেজন্য বাছাই কার্যক্রমে সতর্ক দৃষ্টি রাখছে এই বাছাই কার্যক্রম পরিচালনাকারীরা। যেহেতু সময় খুব বেশি নেই তাই অতি শীঘ্রই এই কিশোর টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের একাধিক কর্মকর্তা। এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়া ১৩টি একাডেমি দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে প্রথম তিন গ্রুপে তিনটি করে দল এবং চার নাম্বার গ্রুপে রয়েছে চারটি দল। আগামীকালের মধ্যে দলের খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শেষ হয়ে গেলে অপেক্ষা কেবল টুর্নামেন্টটি মাঠে গড়ানোর।