বাবা আমার অকৃত্রিম ভালোবাসার পরশমণি

আলতাফ হোসেন হৃদয় খান | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

হাজারো ত্যাগ তীতিক্ষা স্বীকার করে দিনের পর দিন সন্তানদের শত আবদার পূরণে সদা সর্বদা সচেষ্ট থাকেন বাবা। সন্তানদের আদর যত্ন দিয়ে সব সময় পরিপাটি রাখেন বটবৃক্ষের ছায়ার ন্যায় বাবা নামক মানুষটি। আমাদের কলে পিটে মানুষের মত মানুষ করার জন্য বাবার অনাবদ্য পরিশ্রমের দাম কখনো শোধ হবার মত নয়। বিশেষ করে আমার শত আবদার পূরণে সব সব সময় বাবার হাত এগিয়ে দেয়, কখনো না শব্দটুকু বের হয়নি। সবার বাবারাই বুঝি এমনই হয়। এখনও আমি বাইরে গেলে সামান্য রাত হলেই সবার আগে বাবার কল আসে, আসতে দেরি হলে আমার বিছনা করে মশারিটা পর্যন্ত টাঙিয়ে রাখে। আমার বাবা আমাদের যত্নে একচুলও ছাড় দেয়নি। আমার বাবার এরূপ ভালোবাসার কথা বললে কখনও শেষ হবে না।

বাবার নীতি আদর্শ অনুসারণ করেই সমাজে এখন আমার এই অবস্থান। কিন্তু বাবা মায়ের অশেষ কষ্টে আমরা যখন বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে উঠি ঠিক তখন থেকেই কিছু সন্তান মাবাবাকে অবহেলা করতে শুরু করে এবংকি অনেকে বৃদ্ধাশ্রমে নামক বন্ধি কারাগারে দিতেও দ্বিধাবোধ করেন না। যা নিজের জন্য খুবই ভয়ঙ্কর ও দুঃখজনক ব্যাপার। যে বাবা জীবনভর সব সময় সন্তানের ভালোটাই আগে চেয়েছিল আজ অনেক সন্তানের কাছে সেই বাবাটা অবহেলিত! এসব সন্তানদের সুস্থ বিবেক জাগ্রত হওয়া দরকার। পরিশেষে বলতে চাই বাবা আমাদের যেভাবে আদর যত্ন দিয়ে মানুষ করেছে আমরা সেভাবে না পারলেও অন্তত কেউ অবহেলার দৃষ্টি দিয়ে মাবাবাকে না দেখে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখব। কারণ বাবারা আমাদের অকৃত্রিম ভালোবাসার পরশমনি। তাই বাবা দিবস উপলক্ষে আমার বাবাসহ সকল বাবাদের জানাই অশেষ শ্রদ্ধাচিত্ত ভালোবাসা। চলুন বাবাদের ভালোবাসি, ভালোরাখি এই হোক সন্তানদের দীপ্ত অঙ্গীকার।

পূর্ববর্তী নিবন্ধশ্রাবণের সুখ
পরবর্তী নিবন্ধআগস্ট মানে চোখের কোণে জল