ঝাঁকে ঝাঁকে ইলিশ, দাম আকাশচুম্বি

বড় সাইজের মাছ বিক্রি হচ্ছে ৫-৬ হাজার টাকা

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

ঝাঁকে ঝাঁকে ইলিশ এখন বাজারে, কিন্তু দাম আকাশচুম্বি। দরিদ্র মানুষের কেনার নেই সাধ্য। এক একটি বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকাও। ছোট সাইজেরগুলো ৭ শত টাকা থেকে শুরু। এরপরও থেমে নেই বিক্রি। কেউ কেউ একসাথে অনেক মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে। আবার কেউ কেউ তাকিয়ে তাকিয়ে দেখে থাকে।

মীরসরাই সদর পৌর বাজারে গতকাল রোববার পর্যন্ত কয়েকদিন ধরেই নিয়মিত উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বিক্রেতারা কেজিতে দুটো ইলিশ বিক্রি করছে ৭০০ টাকা করে। এক কেজি থেকে উপরের সাইজ হলে ইলিশ ১২শ থেকে ১৫শ টাকা পর্যন্ত দাম দিচ্ছে। দুথেকে তিন কেজির ইলিশ হলে সেটা দুই হাজার থেকে ৩ হাজার টাকা কেজি। সেক্ষেত্রে একটি ইলিশ ৫৭ হাজার টাকাও হচ্ছে। সাধারণ মানুষ ছোট সাইজের ইলিশগুলোও কিনতে পারছে না। অথচ গেল বছরও ইলিশ অর্ধেক দামে বিক্রি হয়েছে। ছোট সাইজেরগুলো ৪০০৫০০ টাকা। বড়গুলো ৮০০ থেকে ১০০০ টাকা। এই বিষয়ে জেলে হারাধন দাস বলেন, আমরা সাহেরখালি ঘাট থেকে মাছ কিনে আনি। অনেকদিন জেলেরা বসেছিল, ধার দেনায় অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ক্রেতা শিক্ষক আবুল মনছুর বলেন, আমি দুদিন ঘুরেছি একটা ইলিশ কিনবো। দামে বনছে না। তবুও আজ এক হাজার টাকা দিয়ে ৮০০ গ্রাম ওজনের একটা ইলিশ নিলাম। সাধারণ দিনমজুর মানুষ ইলিশের স্বাদ থেকে এবছর বঞ্চিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, গরীবের জন্য ইলিশ নয়। আমাদের মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। মীরসরাই উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ বলেন, দীর্ঘদিন মাছ ধরা বন্ধ ছিল, আবার এই মুহূর্তে চাহিদা বেশি। চাহিদা কমলে দাম কমতে পারে। তবুও লাগামহীন দামের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বাজার মনিটিংয়ের ব্যবস্থা গ্রহণ করবো।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ৪০টি গ্রামে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি
পরবর্তী নিবন্ধদলীয় প্রার্থীর বিরোধীদের সাংগঠনিক শাস্তি চাইলেন তৃণমূল নেতারা