রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হিরো আলম ডিবিতে

| সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথায় মানহানি হয়েছে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের; আর সেজন্য আইনি সহযোগিতা চাইতে তিনি গেছেন গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশীদের কাছে। তবে হিরো আলমকে অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের আরেক কর্মকর্তা। পুলিশের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি জানান, গতকাল রোববার দুপুর পৌনে ১২টায় হিরো আলম ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান। প্রায় আড়াই ঘণ্টা তিনি সেখানে ছিলেন, দুপুরের খাওয়াদাওয়াও ডিবি কার্যালয়েই সারেন। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ পরে ফেইসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তার পাশে হিরো আলমকে অভিযোগের চিঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খবর বিডিনিউজের।

ওই ভিডিওর নিচে ক্যাপশনে লেখা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশিদের কাছে (ডিবি) কার্যালয়ে অভিযোগ জমা দেন হিরো আলম।’ ঢাকা১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম সেখানে লিখেছেন, গত ৫ অগাস্ট তিনি একটি ভিডিও দেখেন সোশাল মিডিয়ায়, যেখানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাজারো জনতার সামনে বক্তব্যে তার প্রসঙ্গ টানেন। “বক্তব্য প্রদানকালে বলেন যে, ‘হিরো আলমের মত একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।”

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী কলেজ শিক্ষার্থী নিহত
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে নৌ-চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার