শপথ নিলেন মহিউদ্দিন বাচ্চু

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম১০ আসনের উপ নির্বাচনে বিজয়ী মো. মহিউদ্দিন বাচ্চু। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চট্টগ্রাম১০ আসন থেকে উপ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু এবং নেত্রকোনা৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু ও নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি তৃণমূল থেকে আজকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার মতো তৃণমূলের কর্মীকে মূল্যায়ন করেছেন এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমাকে যারা নির্বাচিত করেছেনআমার নির্বাচনী এলাকার জনগণকেও আমি কৃতজ্ঞতা জানাই। আমি আজীবন এলাকার মানুষের সুখে দুখে পাশে থাকবো। অগ্রাধিকার ভিত্তিতে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করবো।

উল্লেখ্য, গত ৩১ জুলাই চট্টগ্রাম১০ সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে মোট ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগ মহিউদ্দিন বাচ্চু।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সামসুল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। ঐদিন রাতে রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান এই ফল ঘোষণা করেন। চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে ভোট দেন ৫৭ হাজার ১৫৩ জন।

পূর্ববর্তী নিবন্ধএসএসসিতে ৭১,১০৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
পরবর্তী নিবন্ধবাড়ইপাড়ার নতুন খাল খননেই সমাধান