মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় জসিম উদ্দিন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
আজ রবিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় দারোগারহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন একই উপজেলার জোরারগঞ্জের ৫ নম্বর ওয়ার্ড খিলমুরালি এলাকার আব্দুর রউফের ছেলে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন বলেন, “চট্টগ্রাম থেকে ছেড়ে আসা টিআর ট্রাভেলস বাসের ধাক্কায় জসিম নামে এক পথচারী নিহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। মরদেহটি পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের আবেদন করা হলে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”