বাঁশখালী‌র সাধনপু‌রে দেয়ালধসে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালীর সাধনপুর ইউ‌নিয়‌নের পশ্চিম বৈলগাঁও গ্রামে অতি বৃষ্টির ফ‌লে শ‌নিবার রা‌তে বাড়ির দেয়ালধসে পড়ে মো. মিজবাহ (৩) না‌মে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সাধনপুর ইউ‌নিয়‌নের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের পুত্র।

সাধনপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান কেএম সালাহউ‌দ্দিন কামাল ব‌লেন, “শ‌নিবার সারারাত প্রচণ্ড বৃ‌ষ্টি হয়। এ‌তে বা‌ড়ির মা‌টির কাঁচা দেওয়াল ভে‌ঙে শিশুটির গা‌য়ে পড়‌লে সে মারা যায়।”

এছাড়া পশ্চিম বৈলগাঁও গ্রামে অ‌তিবৃ‌ষ্টির পা‌নি‌তে ৩ শতা‌ধিক প‌রিবার নানাভা‌বে ক্ষতিগ্রস্থ হ‌চ্ছে ব‌লে জানান তিনি। বাঁশখালীর বি‌ভিন্ন স্থা‌নে অ‌তিবৃ‌ষ্টির ফ‌লে পাহা‌ড়ি ঢলের পা‌নি নে‌মে নানাভা‌বে ফসলি জ‌মিরও ক্ষ‌তি সাধন হ‌চ্ছে ব‌লে সূত্রে জানা যায়।

বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী দেওয়াল ধ‌সে নিহ‌তের প‌রিবার‌কে প্রশাস‌নের পক্ষ থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা করা হ‌বে ব‌লে জানান। তাছাড়া তি‌নি অ‌তিবৃ‌ষ্টি‌তে মানুষজনকে ঝুঁকিপূর্ণ স্থান থে‌কে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় প্রমার প্রযোজনা কাব্যপালা ‘মহুয়া’ মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’