সিএমপি ট্রাফিক দক্ষিণের সভায় টিআই ও সার্জেন্টরা পুরস্কৃত

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:০৬ পূর্বাহ্ণ

নগরীতে গত জুলাই মাসে বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন২০১৮ অনুসারে ৯৯৭টি বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা ও এক হাজারটি গাড়ি ডাম্পিং করেছে সিএমপির ট্রাফিকউত্তর বিভাগ। গতকাল শনিবার নগরীর খুলশীস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকউত্তর বিভাগের সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) জয়নুল আবেদীন। সভায় নিজস্ব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের নিজ ও পরিবারের চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এর আগে ট্রাফিক উত্তর বিভাগের মাঠ পর্যায়ের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন ও যানজট নিরসনে সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগসহ সঠিকভাবে ডিউটি পালন করায় উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ দুজন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও ৬ জন সার্জেন্টকে ক্রেস্টসহ শুভেচ্ছা উপহার তুলে দেন উপপুলিশ কমিশনার। ক্রেষ্ট গ্রহণ করেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আলমগীর হোসেন (বায়েজিদ) ও টিআই (পাঁচলাইশ) মো. তরিকুল ইসলাম। সভায় ট্রাফিকউত্তর বিভাগের সহকারি পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) মো. কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোধনের জাগাও প্রাণের সুপ্ত শক্তি
পরবর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ডে হযরত ইমাম হাসান ও হোসাইন (রা.) এতিমখানার সভা