বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় কাপ্তাইয়ে অবস্থিত ৮ আনসার ব্যাটালিয়ন ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাটালিয়ন এলাকাসহ স্থানীয় জনবসতি এলাকার সর্বত্র চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বৃষ্টির পানি যাতে জমে থাকতে না পারে সেই ব্যবস্থা রাখা, মশক নিধনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে ৮ আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে র্যালি এবং স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এই কার্যক্রমে আরো অংশ নেন ব্যাটালিয়নের সিনিয়র সহকারি পরিচালক মোঃ আল–আমিন, সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, কোম্পানি কমান্ডার রাজিব, কোম্পানি কমান্ডার হাবীবুল্লাহ মেসবাহসহ বাহিনীর সকল পদবির সদস্যবৃন্দ।










