বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। দেশের মানুষ আতঙ্কিত–শংকিত। জ্বালাও–পোড়াও এবং জানমালের ক্ষতি সাধারণ জনগণ চায় না। অথচ, কেউ ক্ষমতায় থাকার জন্য ও কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পরস্পর বিরোধী আক্রমণ শুরু করেছে। আমরা মনে করি, সহিংস ও সংঘাতময় পরিস্থিতি এড়াতে আলোচনা সর্বোত্তম পথ। দেশের গণতন্ত্রের স্বার্থ সমুন্নত রাখা এবং সংকটময় অর্থনীতি যেন আরও হুমকিতে না পড়ে, সেই বিবেচনাকে প্রাধান্য দেওয়া জরুরি। সব রাজনৈতিক দলের উচিত একটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া।
গতকাল শনিবার ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেছেন, প্রত্যেক দলের নেতাকর্মীদের সবার আগে হতে হবে দেশপ্রেমিক ও দায়িত্বশীল। মাসুম বিল্লাহ মিয়াজি ও এডভোকেট ইসলাম উদ্দিন দুলালের সঞ্চালনায় মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাসের তালুকদার, জাতীয় পার্টির কাজী মামুনুর রশিদ, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ তৈয়ব আলি, শায়খ আবু সুফিয়ান খান আবেদি, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এম সোলাইমান ফরিদ, অধ্যক্ষ আবু জাফর মঈনুদ্দিন, শাহজালাল আহমদ আখঞ্জি, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদি, গোলামুর রহমান আশরফ শাহ, ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, রেজাউল করিম তালুকদার, এডভোকেট ইকবাল হাসান, যুবসেনা সভাপতি মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী, ছাত্রসেনা সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, কাজী মোবারক হোসাইন ফরাজী, এম.এ মাবুদ, জসিম উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক নুরুল আলম, সোলাইমান খান রব্বানী, অধ্যাপক শহীদুল ইসলাম, মাওলানা আবদুর হাকিম, ইঞ্জিনিয়ার নূর হোসাইন, মুহাম্মদ ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, নুরুল্লাহ রায়হান খান, মাষ্টার আবুল হোসাইন, এম মহিউল আলম, অধ্যাপক সৈয়দ মোখতার আহমদ, অধ্যাপক আবুল মনসুর দৌলতী, মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, অধ্যক্ষ কাজী আনোয়ারুল মোস্তফা হেজাজী, মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসুলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।