কোলাগাঁওয়ে ১১ জনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় ১১ জনকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা মাজার সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় দুই শতাধিক মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও মোঃ সাহেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, পটিয়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুক্কুর, যুবলীগ নেতা রমজান আলী, রেজাউল করিম, সাগর আলী, আবদুল গফুর গরিবী, মোঃ মানিক, মোঃ জসিম উদ্দিন, মোঃ সফি আলম, সামশুল আলম, মনছুর আলম, জালাল আহমেদ, মোঃ ইসমাইল, যুবলীগ নেতা মোঃ মনছুর, রেজাউল করিম, মোঃ মুনসুর আলম, গফুর গরিবী, ইসমাইল হোসেন, হোসেন মানিক, অভি দে, মোঃ রায়হান ইসলাম, মোঃ শুভ, মোঃ আরিফ, মোঃ ইমন, মোঃ শহীদুল, মোঃ আশরাফ, মোঃ মুবিন, মোঃ আরিফ, মোঃ আরমান, মোঃ খোকা, মোঃ মোফাচ্ছেল, মোঃ বেলাল, মোঃ আলভি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
পরবর্তী নিবন্ধদ্রুতই সার্চ ও ওয়েব ফিচার আসছে থ্রেডসে : জাকারবার্গ