আকাশ জুড়ে মেঘ করেছে
ধূসর কালো
কোনো কিছুই লাগছে না আর
খুকুর ভালো।
টুকটুকে লাল পুতুলখানা
হারিয়ে গেলো
তখন থেকে মনটা খুকুর
এলোমেলো।
বিকেলবেলা একা একা
পড়ছিলো বই
পাড়ার ছোট্ট বন্ধু তাকে
ডাকলো ও সই।
খেলতে গিয়ে মাঠে সে যে
ভুলছিল শোক
থই থই থই আনন্দে তার
ভেজা দু চোখ।