আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর নেতৃত্বে ঢাকার সেন্ট্রাল রোডের এক বাড়িতে ডাকাতির ঘটনা চমকে দিয়েছে পুলিশকে; যে দলে আরও এক কিশোরীসহ কিশোররাও রয়েছেন। সন্ধ্যার পরপরই অস্ত্রের মুখে দুইজনকে জিম্মি করে গত মাসের মাঝামাঝিতে আধা ঘণ্টার বেশি সময় ধরে ডাকাতিকালে নগদ আট লাখ টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম লুট করে দলটি। ডাকাতি শেষে টাকা ও সরঞ্জাম ভাগ বাটোয়ারার পর দলের দুই সদস্যকে নিয়ে কক্সবাজারে আনন্দ ভ্রমণেও যান ডাকাত দলের হোতা সেই কিশোরী। তবে নগরের অপরাধে ভিন্ন মাত্রা যোগ করা এ ঘটনার পর পুলিশের জোর তৎপরতায় কয়েকদিনের দিনের মাথায় ধরাও পড়ে দলের নেতৃত্বে থাকা সেই কিশোরীসহ পাঁচজন। বেশ কিছুদিন ধরে কিশোর দলের ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, অন্যের হয়ে মারামারি, এলাকার অধিপত্য নিয়ে সংঘর্ষের মতো নানান অপরাধের খবরের মধ্যে কিশোর দলের ডাকাতির খবর এল। খবর বিডিনিউজের।
নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু জানান, গত ১৭ জুলাই সেন্ট্রাল রোডে মনিরুল হক নামে ওয়াসার এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। পরে তারা ডাকাত দলের দুই কিশোরী, দুই কিশোর এবং দলের এক যুবককে গ্রেপ্তার করেছেন। প্রায় ১৫ বছরের দুই কিশোরীর মধ্যে একজন দলের নেত্রী ‘মাস্টারমাইন্ড’। ডাকাতির সময় ৭০ বছর বয়সী অবিবাহিত ওই প্রকৌশলী হজের জন্য সৌদি আরবে ছিলেন। তখন তার বাসায় প্রায় ৬৫ বছর বয়সী ফিরোজা বেগম নামের এক গৃহকর্মী ছিলেন, যিনি প্রায় ২৫ বছর ধরে ওই বাসায় কাজ করেন। আরও ছিলেন প্রায় ১৫ বছরের পুরনো গাড়ি চালক ও তত্ত্বাধায়ক মো. রিপন (৪২)।