সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, এক বছরে সর্বোচ্চ

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মোট ৩০৩ জনের মৃত্যু হল। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে এটিই সবচেয়ে বেশি মৃত্যু। এর আগে ২০২২ সালে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। গত বৃহস্পতিবার ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে সে রেকর্ড ছাড়িয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের সবশেষ হিসাব বলছে, জুলাইতে ২০৪ জনের মৃত্যুর পর অগাস্টের প্রথম পাঁচ দিনেই ৫২ জনের মৃত্যু হল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ এ বছর এখনও তার চূড়ায় ওঠেনি। সে হিসেবে মৃত্যু আরও বাড়ার শঙ্কা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৯৫ জন রোগী। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২য় পৃষ্ঠার ৫ম কলাম

৬৩ হাজার ৯৬৮ জনে। গত একদিনে যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে ১৪২৬ জন রোগীই ঢাকার বাইরের। ঢাকায় ভর্তি হয়েছেন ১০৬৯ জন রোগী। খবর বিডিনিউজের।

বাংলাদেশে এর আগে শুধু ২০১৯ ও ২০২২ সালে এর চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি রোগী ও মৃত্যুর এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। অধিদপ্তর জানিয়েছে, গতকাল সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৩৩৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৬৮০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪ হাজার ৬৫৪ জন।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের কমিটিতে ফিরছেন পুরনোরা
পরবর্তী নিবন্ধমুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি, নিহত ৮