কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ১৯৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে কঙবাজার আসা একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।
৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাসে করে হেরোইনের একটি বড় চালান কক্সবাজারে আসার খবর পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে বাসটি তল্লাশি করে মালিকবিহীন হেরোইনগুলো জব্দ করতে সক্ষম হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।