চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন দেড়শ নেতাকর্মী

গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের আজকের বিশেষ বর্ধিত সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে আওয়ামী লীগের দেড়শ নেতাকর্মীসহ নির্বাচিত জনপ্রতিনিধি যোগ দিচ্ছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সারাদেশের দলের তৃণমূলের নেতাদের নিয়ে ঢাকায় বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

বর্ধিত সভায় চট্টগ্রাম থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ছাড়াও চট্টগ্রামের ১৫ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যগণ, ১৬ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ১৪ পৌরসভার মেয়র, এবং নগরীর ১৫ থানার সভাপতি ও সাধারণ সম্পাদক, ১৬ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১৪ পৌরসভা আওয়ামী লীগের সভাপতিসাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, বর্ধিত সভা সকালে তাই আমাদের দক্ষিণ জেলার প্রায় নেতারা চলে (ঢাকায়) এসেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশ থেকে আওয়ামী লীগের প্রায় তিন হাজার নেতা, সংসদ সদস্য ও জনপ্রতিনিধি বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। সকাল সাড়ে দশটায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের একাধিক সূত্রের দাবি, আজকের বিশেষ বর্ধিত সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। এই সভায় দলীয় ঐক্য সুসংহত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেট কারের ওপর পড়ল ৪০ টনের কন্টেনারসহ লরি
পরবর্তী নিবন্ধগানকে ভালোবাসতেন বঙ্গবন্ধু, নিজে গাইতেনও