রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ফলে জেলার সঙ্গে ছয়টি উপজেলার লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সেখানে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার (৫ আগস্ট) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌ চলাচল বন্ধ থকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষা ও জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর হল : ০১৮২০–৩০৮৮৬৯ অথবা ০২৩৩৩৩৭১৬২৩।
রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হুমায়ুন রশীদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৬৬ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ জানায়, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। সেই নিদের্শনা অনুযায়ী জেলার সব লঞ্চ, বোট ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা রয়েছে। একই সঙ্গে পর্যটক ভ্রমণকারী ছোট ছোট বোটগুলোও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শহরের পর্যটন ঘাটের ট্যুরিস্ট বোট ঘাটের ইজারাদার মো. রমজান আলী বলেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসক কার্যালয় থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় বোট চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। আমরাও বোট চলাচল বন্ধ রেখেছি। তবে পর্যটক আসছেন; তারাও হ্রদে ঘুরতে না পেরে ফিরে যাচ্ছেন।