মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ, পুলিশ নিহত

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১১:২৯ পূর্বাহ্ণ

উত্তেজনা থামছেই না ভারতের উত্তরপূর্ব রাজ্য মণিপুরে। বৃহস্পতিবার রাজ্যের রাজধানী ইমফলে এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। অন্যদিকে বিষ্ণুপুরে অন্তত দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে স্বয়ংক্রিয় বন্দুকসহ অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে বিক্ষুব্ধরা। মণিপুর পুলিশ জানায়, বিষ্ণুপুরে মণিপুর সশস্ত্র পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের কেইরেনফাবি পুলিশ ফাঁড়ি এবং থাঙ্গালাওয়াই পুলিশ ফাঁড়িতে হামলায় চালায় একদল নারীপুরুষ। তারা ভাঙচুর করার পাশাপাশি অস্ত্র লুট করে। বিক্ষুব্ধরা হেইনগাং এবং সিংজামেই থানা থেকেও অস্ত্র ও গোলাবারুদ লুটের চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র আক্রমণকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে কাউতরুক, হারাওথেল ও সেনজাম চিরাং এলাকায় গোলাগুলি হয়েছে। বন্দুকযুদ্ধে এক নিরাপত্তাকর্মীসহ দুই জন আহত হয়েছেন। ইমফলের পশ্চিমে সেনজাম চিরাংয়ে স্নাইপারের গুলিতে মণিপুরের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সন্দেহভাজন জঙ্গিরা কাছের পার্বত্য রেঞ্জ থেকে কাউতরুক ও সেনজাম চিরাংয়ে গুলি চালালে এক স্বেচ্ছাসেবকও আহত হন। বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর জেলার মধ্যবর্তী সীমান্ত ফুগাকচাও ইখাইতে ৫ শতাধিক মানুষের একটি ভিড় জড়ো হয়েছিল। নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত ২৫ জন সামান্য আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধকতটা সফল অধিনায়ক তামিম ইকবাল
পরবর্তী নিবন্ধউড্ডয়নের পরে ইঞ্জিনে ত্রুটি প্লেনের জরুরি অবতরণ