চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বলেছিলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। এরপর সরকার শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এক সময় টাকা দিয়েও সঠিক সময়ে নতুন পাঠ্যবই পাওয়া যেত না। পাঠ্যবই হাতে পাওয়ার আগে শিক্ষা বর্ষের অর্ধেক সময় পার হয়ে যেত। আর আওয়ামী লীগ সরকারের আমলে বছরের প্রথম দিনে সারা দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে এসব সম্ভব হয়েছে। তিনি গতকাল শুক্রবার দুপুরে সাতকানিয়ার পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নজরুল ইসলাম চৌধুরী আরো বলেন, গ্রামের মানুষ এখন অসুস্থ হলে প্রথমেই ছুটে যায় কমিউনিটি ক্লিনিকে। দেশে ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। গ্রামীণ স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ক্লিনিকে মা ও শিশুর স্বাস্থ্য সেবা এবং প্রজননস্বাস্থ্যসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও সকল ক্ষেত্রে স্বাস্থ্য সেবা নিশ্চিত হওয়ায় দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, পুরানগড় ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আমানুর রশীদ হিরু, পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও.এফ. এম আতাউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও ছাত্রলীগ নেতা এরশাদ।