করোনা মেডিসিন ব্যাংক ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগে মৌসুমী ফলের চারা রোপন, ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক কর্মসূচি গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহোযোগিতায় কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফজলুল করিম, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. সরওয়ার জাহান জুলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ডা. মেজবাহ উদ্দিন তুহিন। অনুষ্ঠানে করোনা মেডিসিন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা ছাত্রীদের মাঝে ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণ ও প্রতিকারে করণীয় সম্বন্ধে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে মো. ইমতিয়াজ উদ্দিন, মো. রেজাউল মোস্তফা, আরমান সিদ্দিক, সুলতানা মীম, সিয়াম আহম্মেদ, সাদিয়া আনোয়ার তিশা, অহনা ট্রিশা, তানভীর হোসেন, মো. নাদিম শেখ, রিদোয়ান রনি, আরোহী আয়েশা প্রমুখ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তাছাড়া অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও অতিথিরা ছাত্রীদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণে মৌসুমী ফলের চারা রোপণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।