আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ সুখে–শান্তিতে থাকেন। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়। দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের মতো বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। আর বিএনপি–জামায়াত ক্ষমতায় থাকলে বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয়। হাওয়া ভবনের মতো ছায়া সরকার বানিয়ে দেশকে দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত করে। তাই বিএনপি–জামায়াতের এসব দুর্নীতি ও অপকর্মে অতিষ্ঠ দেশের মানুষ আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়। গতকাল শুক্রবার লোহাগাড়ায় কলাউজান ইউনিয়নের বাংলাবাজারে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইসহাকের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, শাহজাদা তৈয়বুল হক বেদার, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, এম.এস মামুন, শামসুল আলম, হারুনুর রশিদ রাসু, নুরুল হক কন্ট্রাক্টর, নুরুল আবছার, জসিম উদ্দিন চৌধুরী, যায়েদ বিন কাসেম, এসএম আজিজ, মোরশেদ সিকদার, আলীম উদ্দিন, আক্তার কামাল পারভেজ, রাশেদুল ইসলাম চৌধুরী, নাজমুল হাসান টিপু, আবছার উদ্দিন, রিহান পারভেজ চৌধুরী, জয়নাল আবেদীন প্রমুখ।












