ভুল–ত্রুটির উর্ধ্বে আমরা কেউই নই কিন্তু আমরা এমনভাবে নিজেকে উপস্থাপন করি যেন আমি ছাড়া বাকি সবাই ভুল করছে। আমরা নিজের দোষগুলোকে আড়াল করে অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি অথচ আমাদের এই স্বভাবের কারণেই দিন দিন এই সমাজটি নষ্ট সমাজে পরিণত হচ্ছে। আমাদের এই সমাজটা আজ রোগাক্রান্ত। চুরি–ডাকাতি, গুম–খুন, সুদ–ঘুষ, পরনিন্দা, পরচর্চা, হিংসা, মিথ্যারোপসহ নানা অপরাধে আমরা জড়িত হওয়া সত্ত্বেও নিজেকে সবাই সাধু মনে করছি। এটি আসলে বিবেকবোধের অভাব। আমরা আস্তে আস্তে অপরাধগুলোকে অপরাধ হিসেবে গণ্য করছি না। আমাদের বিবেক আজ কলুষিত হয়ে পড়েছে। এভাবে একটি সমাজ চলতে পারে না। আমরা এক সমাজে বসবাস করলেও আমাদের মধ্যে নেই কোনো মেলবন্ধন। একে অন্যের পেছনে লেগে থাকার স্বভাব গড়ে উঠেছে আমাদের মনোজগতে। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।আমাদের উচিত, আমাদের মনকে পরিশুদ্ধ করা। মনকে পরিশুদ্ধ করা ছাড়া এই রোগাক্রান্ত সমাজের চিকিৎসা অসম্ভব। আসুন, সুস্থ সমাজ গড়ার আগে মনকে পরিশুদ্ধ করি।