দুই দিন টানা বর্ষণের কারণে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল থেকে দিনভর রাঙামাটি শহরের রূপনগর ভেদভেদি মুসলিম পাড়া, শিমুলতলীসহ শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান গতকাল সকালে রাঙামাটির ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসন জানায়, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। তাই পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি শহরের ৯ ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।









