বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে জনগুরুত্বপূর্ণ আহলা মেধস মুনির আশ্রমের রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, শেখ হাসিনার স্বপ্ন দেশের শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তারই অংশ হিসেবে এই আহলা করলডেঙ্গা মেধস মুনির আশ্রম সকড়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এই রাস্তা নির্মাণের ফলে অত্র এলাকার জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো। এই রাস্তা নির্মাণ হলে হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থভূমি মেধস মুনির আশ্রমে যাতায়াতে আর কোনো সমস্যা থাকবে না। গতকাল বৃহস্পতিবার তিনি গুরুত্বপূর্ণ এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে ও বাস্তবায়নে ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে উক্ত রাস্তার কাজ শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস–চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস–চেয়ারম্যান শামীমা আরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন, বোয়ালখালী থানার ওসি আসছাব উদ্দিন, থানা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমদ, চেয়ারম্যান এস এস জসিম উদ্দিন, কাজলে দে, আওয়ামী লীগ নেতা সুব্রত বিশ্বাস সিকিম, শংকর, বুলবুল নন্দ, অজিত বিশ্বাস, আব্দুল্লাহ রিপন, কুমকুম দাশ, আরিফুল হাসান রুবেল, সঞ্জয় ভঞ্জ, আবদুল আল নোমান, শাহাদাত হোসেন মুন্না, মাহমুদ করিম, তাহের, এনামুল হক, পুলক, হেলাল, রিপন, জাহেদ, সাজ্জাদ প্রমুখ।