বান্দরবানে বাল্যবিবাহনিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বান্দরবানে বাল্যবিবাহ নিরোধ আইন, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, শিশু সুরক্ষা ও অধিকার, জেন্ডার ইকুই্যটি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীনহিল আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ্‌ মোজাহিদ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিমা, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীনহিল জেলা সমন্বয়কারী অং থোয়াই প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ রোধে সরকার জনসচেতনতা মূলক কার্যক্রম চালাচ্ছে নানাভাবে। বাল্যবিবাহ জড়িতদের কঠোর শাস্তির আইনও রয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম বলেন, বাল্যবিবাহ আইন দিয়ে যতটা নিয়ন্ত্রণ করা যায়, তার চেয়ে বেশি জনসচেতনতায় প্রতিরোধ করা সহজ। প্রচার প্রচারণার মাধ্যমে সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ ফয়জুল উলুম মাদরাসার সালানা জলসা কাল