মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান গত ৩১ জুলাই সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ারে (জেলা পরিষদ অডিটোরিয়াম) অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আরমান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অবসরপ্রাপ্ত চবি শিক্ষক ড. ফসিউল আলম এবং বিশেষ অতিথি ছিলেন চবি কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, নারী নেত্রী সুরাইয়া বাকের এবং উপজেলা ক্রীড়া ও সংস্কৃতি অফিসার প্রদীপ ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ ফজলুল হক, মাওলানা জশিম উদ্দীন, মাওলানা মো. জামাল উল্লাহ মিয়াজি, শেখর চন্দ্র তালুকদার, সেগুপ্তা তাসনিম, বেগম সাদেকুন্নাহার, পাতা দে বৃস্টি, মহসিনা আক্তার মিনা, মিজানুর রহমান ইউসুফ, জোবাইদুন নাহার সিদ্দিকী, গিয়াস উদ্দিন, মো. মোবারক আলী, মামুনুর রশীদ, মোহাম্মদ মহিন উদ্দিন, নুর উদ্দিন লিটন, জাহেদ হোসেন এবং সদস্যরা। সংগঠনের ১ম বর্ষপূর্তি এবং ২য় বছরে পদার্পন উপলক্ষে বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়। তার মধ্যে ছিল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স এবং বুটিক্স প্রশিক্ষণ। প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ সমূহে অংশগ্রহণ করেন প্রায় ২৫৫ জন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্ট প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবান্দরবানে বাল্যবিবাহনিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন