চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম জোসনা আকতার (২৪)। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার আদর্শগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়া অপর এক প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে ওই নারী বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় বলে জানা গেছে। তবে ভাগ্যক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়া অপর ব্যক্তি বেঁচে গেছেন। তাকে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সাংবাদিক কামরুল ইসলাম মোস্তফা জানান, দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড আদর্শগ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল রশিদের গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতেন ওই এলাকার দিল মোহাম্মদের ছেলে আবুল ফয়েজ (২৪)। গতকাল বৃহস্পতিবার সকালে আবুল ফয়েজ গ্যারেজ থেকে নিজের রিকশাটি বের করে গ্যারেজ মালিক আবদুল রশিদের রিকশা রাখার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এসময় তার চিৎকার শুনে প্রতিবেশি সাইফুল ইসলামের স্ত্রী জোসনা আক্তার তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। উভয়ের চিৎকার শুনে স্থানীয়রা গ্যারেজের মেইন সুচ অফ করে বিদ্যুৎস্পৃষ্ট দু’জনকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনা আক্তারকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া জোসনার ২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।