মুরাদপুরে জনদুর্ভোগের অবসান চাই

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর মুরাদপুর জংশন হচ্ছে ব্যস্ততম এলাকা। এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ শহরের বিভিন্ন প্রান্তে আসাযাওয়া করে। জলাবদ্ধতা নিরসনের জন্য মুরাদপুর পয়েন্টে হাটহাজারী রাস্তার মুখের ব্রীজটি গত ফেব্রুয়ারিমার্চে কাজ শুরু করে। ব্রীজের কাজ প্রায় ৯০% শেষ হয়ে যায়। গত কোরবানী ঈদের দুদিন আগে ব্রীজের পূর্বাংশ যানবাহনের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু সপ্তাহ দুয়েক আগেওয়াসার খোঁড়াখুড়ির কারণে ব্রীজে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলে চরম জনদুর্ভোগ দেখা যায়। বৃষ্টিতে কাদার কারণে মানুষ হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, ব্রীজের আশে পাশে বিক্ষিপ্তভাবে হকার ভ্যান গাড়িতে মালামাল বিক্রি করছে। অতিরিক্ত হকারের কারণে মানুষের চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওয়াসার কাজের গতি খুবই শ্লথ। আমরা আশা করি, জনস্বার্থের কথা বিবেচনা করে, সর্বাধিক গুরুত্ব দিয়ে, কালক্ষেপণ না করে দ্রুত ওয়াসার পাইপ বসানো কাজ শেষ করে ব্রীজটি যানবাহনের জন্য খুলে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

মোশাররফ হোসেন রোটন

বশর মার্কেট, বিবিরহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন : রূপকথার জাদুকর
পরবর্তী নিবন্ধব্যক্তিত্ব