কাল ৪৬২৯ জন কৃষি গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দিবে চবিতে

চবি প্রতিনিধি | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

২০২২২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেও কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এদিন চবি কেন্দ্রে ৪ হাজার ৬২৯ জন কৃষি গুচ্ছ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান চবি সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আহসানুল কবীর পলাশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজীম শিকদার ও সহকারী প্রক্টর মো. মোরশেদুল আলম উপস্থিত ছিলেন। চবি ক্যাম্পাসের পরীক্ষাটি সমন্বয় করবেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম হাসান। এ সময় আহসানুল কবীর জানান, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য শাটল ট্রেনের বিশেষ শিডিউলের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদের জন্য আবাসিক হলগুলোতে বিশ্রামের সুযোগ রাখা হয়েছে। তিনি আরও বলেন, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালীন সময় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।

পূর্ববর্তী নিবন্ধউচ্চ দামে নিম্নমানের মিটার ক্রয়ের অভিযোগ
পরবর্তী নিবন্ধড. ইউনূসের মামলা শুনতে হাই কোর্টে নতুন বেঞ্চ নির্ধারণ