ডেঙ্গুতে চট্টগ্রামে নারীর মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৪৬ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ওই নারীর বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। গত ৩০ জুলাই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ আগস্ট) তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে ২৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ীশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২১৫ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ৬৮ জন।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডের নেতৃত্ব ছেড়ে দিলেন তামিম
পরবর্তী নিবন্ধ‘হল্যান্ড থেকে’ গ্রন্থ সমৃদ্ধ করবে পাঠককে