কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়ায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা গত ৩১ জুলাই উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। উপসহকারী কৃষি কর্মকর্তা নয়ন বড়ুয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু প্রমুখ। শেষে কৃষি বিষয়ক নাটিকা ও গান পরিবেশিত হয়।












