মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে বেদে পল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান। গতকাল বুধবার তিনি বেদে পল্লী পরিদর্শন করেন। এসময় বেদে সম্প্রদায়ের মানুষের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনেন। তিনি বলেন, আমি এসেছি আপনাদের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও বাড়ি ঘর ঠিক আছে কিনা দেখতে। যাদের ঘর নেই তাদের নাম ঠিকানা নিয়ে যাওয়া হবে। এসময় বেদে পল্লীতে ড্রেনেজ, সড়ক, আবাসন ব্যবস্থাসহ মসজিদ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মীরসরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন সহ বেদে সম্প্রদায়ের নেতৃবৃন্দ ।












