নগরের জলসা মার্কেটে এক জুতো ব্যবসায়ীর টাকা চুরির অভিযোগে সাব্বির হোসেন (২৮) নামে দোকানের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে দোকান মালিক কর্মচারী সাব্বির হোসেনকে থানায় নিয়ে আসার পর পুলিশের জেরার মুখে চুরির বিষয়টি স্বীকার করেন। এসময় তার দেখানো স্থান থেকে চুরি হওয়া ৩ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর আজাদীকে বলেন, গত ৩০ জুলাই (রবিবার) দুপুরে বেলা দোকান মালিক ব্যাংক থেকে ৪ লাখ ২০ হাজার টাকা তুলে জলসা মার্কেটের চতুর্থ তলার ভাড়া বাসায় রাখেন। সেই দিন রাতে তালা ভেঙ্গে টাকাগুলো চুরি করে পালিয়ে যায় সাব্বির। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মচারী মো. সাব্বির হোসেনকে (২৮) শনাক্ত করে দোকান মালিক। ওসি বলেন, এরপর মঙ্গলবার রাতে দোকান মালিক সাব্বিরকে থানায় নিয়ে আসেন। পুলিশের জেরার মুখে চুরির বিষয়টি স্বীকার করে সাব্বির। তার জবানবন্দি অনুযায়ী ৩ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে দোকান মালিক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।










