বিএনপিকে ভাঁওতাবাজির রাজনীতি বন্ধ করতে বললেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, মাঠ আওয়ামী লীগের দখলে, সাধারণ মানুষের দখলে, গণতন্ত্র নিয়ে বিএনপিকে ভাবতে হবে না। বাংলাদেশ বিশ্বের বাইরের দেশ নয়। সাড়ে ১৪ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। বিএনপির আমলে দেশে কোন উন্নতি হয়নি, দেশকে আবার তারা হাওয়া ভবনে নিয়ে যেতে চাই। মন্ত্রী বলেন, এক বিন্দু রক্ত থাকতেও গণতন্ত্রকে আমরা ধরে রাখবো, দেশ এখন নিরাপদে আছে, শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ না থাকলে কারও হাতে দেশ নিরাপদে থাকবেনা। দেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই। গত ৩০ জুলাই কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন এবং সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া লক্ষ্যে পৌছানো যায় না। আগামী নির্বাচনের সম্ভব না হলে নির্বাচনের পরে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ সরকারীকরণ হবে ইনশাআল্লাহ। যেখানে কর্ণফুলীকে একটি উপজেলায় পরিনত করেছি, সেখানে কলেজ সরকারি করণ তেমন ব্যাপার হবে না। তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনুধাবন করে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, অসম্প্রদায়িক জাতি গঠনে ভূমিকা রাখার জন্য আহবান করেছেন। অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও অধ্যাপক শামীমা আকতার চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. ফোরকান উদ্দীন, সৈয়দ জালাল আহমদ রুম্মান, মো. জাফর ইকবাল, মো. ইলিয়াছ, এইচ এম হারুন অর রশিদ , অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক ইন্দ্রজিত কর, অধ্যাপক নাজনীন সুলতানা, এইচ এম আবু ওবাইদা, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, অধ্যাপক মো. শফিকুর রশীদ। প্রধান অতিথি পুষ্পস্তবক দিয়ে নবীনদেরকে বরণ করে নেন এবং বিদায়ীদের দোয়া ও শুভেচ্ছা জানান। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











