হাটহাজারীতে গত মঙ্গলবার আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যূষিত ১২ টি বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা আওতাধীন পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শান্তদর্শী ভিক্ষু, মির্জাপুর শান্তিধাম বিহারের সভায় সভাপতিত্ব করেন বিহারের আবাসিক ভিক্ষু, মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত শাসনানন্দ মহাথের, বালুখালী জগৎ জোতি বৌদ্ধ বিহারের সভায় সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরো, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ড. বুদ্ধপাল মহাথেরো, আরিয়া ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত আরিও ওয়াচা, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ড. দেবপ্রিয় মহাথেরো, গুমানমর্দ্দন শান্তি বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিনপ্রিয় ভিক্ষু, রুদ্রপুর ধর্মরত বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দীপানন্দ মহাথের, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংঘমিত্র ভিক্ষু, জোবরা সুগত বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত শীলরক্ষিত মহাথেরো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ড. জ্ঞানরত্ন মহাথের, মধ্যম মার্দাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত সুপাল বংশ ভিক্ষু।












