সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগ ১২ আগস্ট শুরু

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১২ আগষ্ট হতে এম এ আজিজ স্টেডিয়াম মাঠে সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগ শুরু হবে। গত ১ আগস্ট সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগে অংশগ্রহণকারী দলসমূহের সাথে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিজেকেএস হিসাব বিভাগ হতে রেজি: ফরম ক্রয় করে আগামী ৮ আগস্ট রাত ৮টার মধ্যে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে কমপক্ষে ৮ (আট) জন খেলোয়াড়ের নামের তালিকা সিজেকেএস কার্যালয়ে জমা দিতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড়ের তালিকা জমা দিতে না পারলে উক্ত দল লিগে অংশগ্রহণ করতে পারবে না। চলতি মৌসুমে এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না। ।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে কমিটি গঠন করেছে বিসিবি
পরবর্তী নিবন্ধসেন্ট স্কলার্সটিকাস গার্লস স্কুল এন্ড কলেজে কারাতে বেল্ট ও সনদ প্রদান