জাহাজের হালে চড়ে আটলান্টিক পাড়ি

১৪ দিন পর উদ্ধার ৪ নাইজেরীয়

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

আটলান্টিক মহাসাগরে ১৪ দিন ধরে জাহাজের হালের উপরের ছোট একটি জায়গায় আশ্রয় নিয়ে থাকার পর উদ্ধার পেয়েছেন চার নাইজেরীয়। যাত্রার দশম দিনেই তাদের খাবার ও পানি ফুরিয়ে গিয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, খাবার ফুরিয়ে যাওয়ার পর চারদিন কেটে গেলেও বেঁচেছিলেন তারা, সাগরের ছলকে আসা পানি পান করেছেন। এরপর ব্রাজিলের ফেডারেল পুলিশ দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় ভিতোরিয়া বন্দর থেকে তাদের উদ্ধার করে। খবর বিডিনিউজের।

পুরো সময়টিতে মৃত্যুকে অগ্রাহ্য করা এ যাত্রায় নাইজেরিয়া থেকে আটলান্টিক মহাসাগরের ৫ হাজার ৬০০ কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে ব্রাজিলে পৌঁছান তারা। একটি উন্নত জীবনের আশায় অনেক অভিবাসন প্রত্যাশীই এ ধরনের বিশাল ঝুঁকি নিয়ে থাকেন।

সাউ পাওলোর এক গির্জায় আশ্রয়ে থাকা উদ্ধার পাওয়াদের একজন থ্যাঙ্কগড ওপেমিপো ম্যাথিউ ইয়ে (৩৮) বলেন, এটি আমরা জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। এটা সহজ ছিল না। আমি আতঙ্কে কাঁপছিলাম। কিন্তু আমি এখানে। এই চার ব্যক্তি জানিয়েছেন, তারা জাহাজের নিচে হালের ওপরের ওই খুপড়িতে চড়ে ইউরোপে পৌঁছানোর আশা করেছিলেন, কিন্তু তার বদলে আটলান্টিকের অপর পারে ব্রাজিলে পৌঁছে হতভম্ব হয়ে গেছেন। এই চারজনের মধ্যে দুজনকে তাদের অনুরোধের ভিত্তিতে নাইজেরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর দুজন নাইজেরিয়ার বাইয়েলসা রাজ্য থেকে আসা রোমান এবিমেনে ফ্রাইডে (৩৫) ও লাগোস রাজ্যের ইয়ে ব্রাজিলে আশ্রয়ের জন্য আবেদন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে সেনা পাঠাচ্ছে পোল্যান্ড
পরবর্তী নিবন্ধফিচের ঋণমানে যুক্তরাষ্ট্রের অবনমন